Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ অক্টোবর ২০১৬

নিশ্চিত বোনাস মেয়াদী বীমা

এই পরিকল্পনার আওতায় প্রতি হাজার টাকা বীমা অংকের জন্য বার্ষিক ২০.০০ (বিশ টাকা) করে বোনাস দেয়। এই নিশ্চিত বোনাস মেয়াদান্তে অথবা তৎপূর্বে মারা গেলেও মূল বীমা অংকের সাথে প্রদেয়। এই পরিকল্পনার কোন বীমা পলিসি কর্পোরেশন এর বিভাজ্য উদবৃত্তের অংশীদার হবে না। এই পরিকল্পনার আওতায় ১৫, ২০, ২৫ ও ৩০ বছর মেয়াদের বীমা পলিসি গ্রহণযোগ্য এবং মেয়াদী বীমা পলিসির মতই পরিশোধিত মূল্য (নিশ্চিত বোনাস সহ) ও সমর্পণ মূল্য প্রদেয়। ডাক্তারী পরীক্ষায় “উন্নতমান”শ্রেণীভূক্তদের বেলায় সর্বোচ্চ ৫৫ বছর এবং “উন্নতমান” শ্রেণীভূক্তদের বেলায় সর্বোচ্চ ৫০ বছর বয়স পর্যন্ত এই বীমা গ্রহণ করা যায়। বীমাগ্রাহকের মেয়াদ-পূর্তি কালীন সর্বোচ্চ বয়স হবে ৭০ বছর, কিন্তু উন্নতমান শ্রেণীভূক্তদের বেলায় হবে ৬৫ বছর।