এই বীমা পরিকল্পনা যুগ্মভাবে প্রিমিয়ামদাতা ও শিশুর জীবনের উপর দেয়া হয়। সাধারণতঃ শিশুর পিতা এই পরিকল্পনা প্রিমিয়ামদাতা বলে বিবেচিত হন। যদি পিতা জীবিত না থাকেন অথবা বীমা গ্রহণের অযোগ্য বলে বিবেচিত হন তাহলে শিশুর মাতা পরিকল্পনায় প্রিমিয়ামদাতা হতে পারেন। শিশুর মাতাকে সে ক্ষেত্রে অবশ্যই শিক্ষিতা (মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাশ) হতে হবে এবং যে কোন বৃত্তি থেকে তাহার নিজস্ব রোজগার থাকতে হবে। মাতা-পিতা ভিনড়ব অন্য কেহ এই পরিকল্পনায় প্রিমিয়াম দাতা হতে পারেন না। এই পরিকল্পনার অধীনে শিশুর মেয়াদ-পূর্তিকালীন বয়স ১৮ হতে ২৫ বছরের মধ্যে হতে হবে। এই বীমা সর্বনিমড়ব ৬ মাস বয়স্ক শিশুর জন্য নেয়া যেতে পারে এবঙ ৮ থেকে ২৪ বছর মেয়াদের হতে পারে। কোন μমেই এই পরিকল্পনায় বীমার অংক ৬,০০০.০০ টাকার কম হবে না। ডাক্তারী পরীক্ষাবিহীন কোন প্রস্তাব-পত্র বিবেচনা করা যাবে না। ডাক্তারী পরীক্ষায় শিশু ও প্রিমিয়ামদাতা উভয়েই উনড়বতমান জীবন হিসেবে প্রতীয়মান হলে প্রস্তাবপত্র গৃহীত হবে। এই পরিকল্পনার অধীনে শিশুর জন্য বহুমুখী নিরাপত্তা প্রদান করা হয়। যদি মেয়াদ-পূর্তির পূর্বে প্রিমিয়ামদাতার মৃত্যু হয় তাহলে মৃত্যুর দিন থেকে মেয়দা-পূর্তি পর্যন্ত দেয় প্রিমিয়াম মওকুফ হয়ে যায় এবং শিশুকে নিমেড়বাক্ত সুবিধাসমূহ দেয়া হয় ঃ-
(ক) প্রতি হাজার বীমার জন্য বার্ষিক ১০০ টাকা হারে মৃত্যুকাল হতে শুরু করে মেয়াদ-পূর্তি পর্যন্ত অথবা মেয়াদ-পূর্তির পূর্বে শিশুর মৃত্যু হলে শিশুর মৃত্যুর দিন পর্যন্ত দেয়া হয়।
(খ) মেয়াদ অন্তে অর্পিত বোনাসসহ বীমার ম্পূর্ণ টাকা প্রাদন করা হয়। এই সুবিধাগুলি বীমাকাল পর্যন্ত এবং পরবর্তী সময়ের জন্যও শিশুর নিরাপত্তা ব্যবস্থা করে দেয়। যদি প্রিমিয়ামদাতা ও শিশু দুজনেই বীমার মেয়াদ-পূর্তি পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে মেয়াদ অন্তে অর্পিত বোনাসসহ বীমাকৃত অর্থ প্রদান করা হয়। যদি মেয়াদ-পূর্তির পূর্বে শিশুর মৃত্যু হয় হাহলে নিমেড়ব বর্ণিত তালিকা অনুসারে বীমার টাকা প্রিমিয়ামদাতাকে দেয়া হয়।
মৃত্যুকালীন শিশুর বয়স ঃ
১ বছর অর্পিত বোনসসহ বীমা অংকের ১০%
২ বছর ” ” ২০%
৩ বছর ” ” ৩০%
৪ বছর ” ” ৪০%
৫ বছর ” ” ৫০%
৬ বছর ” ” ৬০%
৭ বছর ” ” ৭০%
৮ বছর ” ” ৮০%
৯ বছর ” ” ৯০%
১০ বছর ও
ততোধিক অর্পিত বোনাসসহ স্মপূর্ণ বীমা অংক। এই বীমার সঙ্গে কোন অতিরিক্ত সুবিধার বীমা (Supplementary benefit) গ্রহণ করা যায় না। এই বীমার সমর্পন মূল্য দেয়া হয় লোন দেওয়া হয় না।