মোঃ মিজানুল হক চৌধুরী (অতিরিক্ত সচিব)
জনাব মোঃ মিজানুল হক চৌধুরী, ১১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে রাজশাহী জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মাঠ প্রশাসনে তিনি বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, এনডিসি, ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ও বিভিন্ন মন্ত্রণালয়ে তিনি সিনিয়র সহকারী সচিব, সচিবের একান্ত সচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব), অর্থ বিভাগে যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন। বর্তমান পদে যোগদানের পূ্র্ব পর্যন্ত তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘জলবায়ু পরিবর্তন অনুবিভাগ’ ও ‘উন্নয়ন অনুবিভাগ’ এ অতিরিক্ত সচিব (অনুবিভাগ প্রধান) হিসেবে দায়িত্ব পালন করেন।
লোক প্রশাসন বিষয়ে স্নাতক (সম্মান) সহ এম,এস,এস ও গভর্ন্যান্স স্টাডিজে এম, এ ও পোষ্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। সিলেট জেলার এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি দুই সন্তানের জনক।
পেশাগত সকল মৌলিক প্রশিক্ষণসহ বিসিএস প্রশাসন একাডেমি হতে ‘আইন ও প্রশাসন কোর্স, বাংলাদেশ পাবলিক এডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার হতে সফলতার সাথে ‘Advanced Course on Administration and Development’ এবং ‘Senior Staff Course’ সম্পন্ন করেন।
তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, জার্মানি, ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন, দক্ষিন কোরিয়া ও থাইল্যান্ডে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, শিক্ষা সফর ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। কর্মজীবনে বাংলাদেশ স্কাউটস-এর উন্নয়ন ও সম্প্রসারণে অসামান্য অবদানের জন্য ‘মেরিট অব মেডেল এওয়ার্ড’ ও ‘প্রেসিডেন্ট এওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন। জেলা পর্যায়ে জনসেবার জন্য তিনি ‘Social Media Innovation Award’ পেয়েছেন। জলবায়ু সহিষ্ণু সমাজ ও জাতি গঠনে সরকারের ‘National Adaptation Plan (2023-2050)’ প্রনয়ণে তিনি জাতীয় প্রকল্প পরিচালক এর দায়িত্ব পালন করেছেন। তাছাড়া প্রকল্প পরিচালক হিসেবে তিনি ‘Centre for Environment and Climate Change Research’ (MoEFCC) প্রতিষ্ঠায় কাজ করেছেন।